Phase 1:
যেমন আমরা কথা দিয়েছিলাম এই কদিন আমরা প্রতিদিন কয়েকজন মানুষ এর খাবার পৌঁছে দেব সেইমতো এই ২১ দিন আমরা প্রতিদিন রাতের খাবার পৌঁছে দিয়েছি কিছু মানুষ এর কাছে। বাকি দিন গুলোতেও আমরা এই কাজ করে যাবো। দিনের বেলাতে এরা কিছু খাবার পেলেও রাতে পাচ্ছে না তাই আমরা রাতের টাইম তাই বেছে নিয়েছি যাতে তাদের না খেয়ে সারা রাত কাটাতে হয়।
নিজেরা আমরা সম্পূণ সাবধানতা অবলম্বন করে ও সামাজিক দূরতঃ বজায় রেকে কিছু খাবার খাওনোর ক্ষুদ্র প্রয়াস.
আপনাদের আশীর্বাদ আমাদের একান্ত কাম্য।অনেকের মনে হতে পারে এই ছবি দেওয়াটা কি খুবই দরকারি সোশ্যাল মিডিয়া তে ? হয়তো না কিন্তু আমরাও কাওকে দেখে অনুপ্রাণিত হয়েছিলাম ,হয়তো আমাদের দেখেও কয়েকজন আশেপাশের মানুষ কেও হেল্প করার কথা ভাববে।
আর একটি বিনীত অনুরোধ সকল ফেস বুক এর মানুষ এর কাছে যে আপনারা যারা খাবারের স্পেশাল ডিশ এর ছবি আপলোড করছেন একটু ভেবে দেখবেন এই সময় এই তা ঠিক কিনা। যদি সম্ভব হয় এই কতদিন এই কাজ থাকে বিরত থাকুন। আমরা হয়তো বাড়ির মধ্যে আরামসে থাকতে পারছি কিন্তু এমন অনেক আছে যারা ২ বেলা ২ মুঠো খাবার জোগাড় করতে পারছেনা না ।
বরানগর এর মধ্যে যদি কেও এমন কোনো মানুষ কে দেখে থাকেন যারা সকাল বেলা হয়তো কিছু খেতে পাছে কিন্তু রাতে পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করুন নিম্নলিখিত নম্বর এ
৯৮০৪২৫৭৩৯৫
বরানগর ফিজিওম্যাক্স অর্গানাইজেশন
(আমরা আছি তোমাদের পাশে)
Link to view photos :
Phase 2:
কিছু কাজ যেমন মানুষ কে উদ্বুদ্ধ করতে পারে তেমনি কিছু ছবি কাজ করার ভাবনা টাকে আরো ত্বরান্বিত করতে পারে। আমাদের এক প্রিয় ফিজিওথেরাপি বিভাগ এর ইন্টার্ন ছাত্রের (Sudip Hazra) একটি হাতে আঁকা ছবি আমাদের ভাবনা টাকেও তেমনি পরিবর্তন করে দিলো।
গত ৩২ দিন ধরে আমরা রাতের খাবার তুলে দিচ্ছিলাম কিছু মানুষ এর কাছে। কিন্তু আমরা একটা জিনিস থেকে সরে যাচ্ছিলাম সেটি হলো কিছু বাচ্চার পুষ্টির খেয়াল। আমরা সত্যিই ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের গভর্নমেন্ট এবং লোকাল organisation দের যারা অবিরত এই যুদ্ধের সাথে লড়ে যাচ্ছেন চাল,ডাল, আলু, তেল বা রান্না করা খিচুড়ি তুলে দিয়ে তাদের জন্য যারা এই মুহূর্তে সত্যি ই অসহায়। কিন্তু এতে একটি বাচ্চার পুষ্টি কিন্তু পরিপূর্ণ হয়না আর সেটি ভবিষ্যতে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন করতে পারে।
তাই আমরা আমাদের অর্গানিজশন এর পক্ষ থেকে এলাকার কিছু বাচ্চার হাতে তুলে দিলাম কিছুদিনের খাদ্য সামগ্রী যার মধ্যে ছিল মুসুর ডাল, ডিম্, সয়াবিন,হরলিক্স,ডালিয়া,বিস্কুট এবং সুজির প্যাকেট। আমরা জানি এই পরিমান খুবই সামান্য এবং বরো কোনো কর্ম কাণ্ডের কাছে যৎসামান্য তাও আমাদের পক্ষে যতটা সম্বব আমরা করলাম। ভবিষ্যতে আরো বাচাদের জন্য আমরা এই কর্মসূচি করবো।
আমাদের এই বিগত ৩২ দিনের ২১ জন মানুষ এর রাতের খাবার পৌঁছে দেওয়া এবং ৩২ জন বাচ্চ্চার বাচ্চ্চা এবং তাদের বাড়ির লোকের হাতে পুষ্টিকর খাবার তুলে দেবার কর্মসূচিতে যারা আমাদের পাশে থেকেছেন তাদের কে আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতা একান্ত কাম্য।
যদি কেও আমাদের এই কাজে একান্ত ভাবে সহজোগিতা করতে ইচ্ছুক আমাদের নিম্নলিখিত নম্বর ই কন্টাক্ট করার অনুরোধ রইলো যাতে আমরা আরো কিছু বাচ্চার হাতে এই খাবার পৌঁছে দিতে পারি। আপনার একটি ছোট্ট সহযোগিতা হয়তো আরো কিছু বাচ্চাকে বাঁচাতে পারবে ম্যালনিউট্রিশন এর হাত থেকে।
Please Note:
1.Baranagr Physiomax Organisation is a standalone NGO and working in the field of Community Health since 2013 and does not have any relation with any sort of political influences.
2.As a NGO we received permission to do such sort of events (NITI Ayog, Gov of India) and local authorities.
3.We maintained all sort of precautions and measures as per the guideline from government.
Phase 3:
কথিত আছে বাচ্ছারা ভগবানের রূপ আর তারাই যদি অভুক্ত থাকে তাহলে আমরা কিসের মানব জন্ম ধারণ করেছি.
আমাদের প্রত্যেকের একটি সামাজিক কর্তব্য আছে আর সেই তারনায় আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি বাচ্চাদের হাতে নিউট্রিয়াস খাবার তুলে দিতে. আজও বরানগর ফিজিওম্যাক্স অর্গানাইজেশন পক্ষ থেকে আমরা এমনি ৪০ জন বাচ্ছা ও তাদের বাড়ির লোকের হাতে তুলে দিলাম উপহার (হরলিক্স, সুজি , ডালিয়া ,মুসুর ডাল , বিস্কুট, ডিম্ এবং সয়াবিন এর প্যাকেট).বিগত ৩৯ দিন ধরে রাতের রান্না করা খাবার পথের ধারে মানুষ এর জন্য তুলে দেওয়ার সাথে সাথে এলাকার ৭০ টি পরিবারের বাচ্ছার হাতে আমরা এই জিনিস তুলে দিয়েছি. হয়তো আমরা আরো কয়েকদিন এই কর্মসূচি চালিয়ে যাবো.
সোশ্যাল মিডিয়া তে ফটো পোস্ট করার জন্য আমরা ক্ষমা প্রার্থী কিন্তু এই সোশ্যাল মিডিয়া এর দৌলতে আজ অনেকে এগিয়ে এসেছে আমাদের সাহায্য করতে এবং আরো অনেক মানুষ এর কাছে আমরা পৌঁছে যেতে পারছি নাহলে এতদিনের কর্ম কান্ড আমাদের একার পক্ষে চালানো সম্ভব হতো না.
আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতা একান্ত কাম্য.
Please Note:
1. Baranagr Physiomax Organisation is a standalone NGO and working in the field of Community Healthcare since 2013 and does not have any relation with any sort of political influences.
2. As a NGO we received permission to do such sort of events (NITI Ayog, Gov of India) and local authorities.
3. We maintained all sort of precautions and measures as per the guideline from government.