একটি সুস্থ ও বাথ্যা মুক্ত হাটু দিতে পারে আপনার সারাদিনের কর্ম উদ্যমী শক্তি।
আসুন জেনে নেই কি কি কারণে হাঁটুব্যথা হয়ে থাকে?
#শারীরিক_আঘাত :- পথ দুর্ঘটনায় শারীরিকভাবে আহত হলে বা অতিরিক্ত শারীরিক কসরতের ফলে হাঁটুর সন্ধিস্থলের পারিপার্শ্বিক টিস্যু ক্ষতিগ্রস্ত হয় বা অস্থিকাঠামো জখম হয়। এই ধরনের আঘাত থেকে হাঁটুর ব্যাথা শুরু হয়। খেলোয়াড়দের হাঁটুর সন্ধিস্থলে যে আবরণ থাকে তা ছিড়ে যাওয়া, যাকে মেনিস্ক্যাল ছিড়ে যাওয়াও বলে, তা হল হাঁটুর ব্যাথার অন্যতম সাধারণ কারণ।
#সংক্রমণ :- হাঁটুর সন্ধিস্থলে সংক্রমণ থেকেও হাঁটুর ব্যাথা হয়।
#বেকারস_সিস্ট :- হাঁটুর সন্ধিস্থলে সাধারণভাবে একটি নির্দিষ্ট পরিমাণে তরল মজুত থাকে। তাকে সিনোভিয়াল ফ্লুইডও বলা হয়, যা ঘর্ষণ এড়াতে সাহায্য করে এবং সহজে সন্ধিস্থল নড়াচড়া করা যায়। কোনও কোনও সময়ে এই সিনোভিয়াল ফ্লুইড বেশি উৎপাদন হওয়ার ফলে তা হাঁটুর পিছনদিকে জমে যায়। এই ফ্লুইড জমা হয়ে গেলে সেখানে একটি সিস্ট গঠিত হয়ে জায় যাকে বেকার’স সিস্ট বলা হয়। তা থেকে সন্ধিস্থল শক্ত হয়ে যায় এবং ব্যাথা শুরু হয়।
#অস্টিওআর্থারাইটিস:- এই অবস্থায় টিস্যু শক্ত হয়ে যায় এবং সন্ধিস্থলের কোমলাস্থি ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাথা শুরু হয়।
#রিউমটয়েড_আর্থারাইটিস :- এটি একটি অটোইমিউন (অনাক্রম্যরোহিত) অবস্থা, যখন সংক্রমণের বিরুদ্ধে শরীরের নিজস্ব ক্ষমতা শরীরের বিপরীতে কাজ করতে থাকে তখন শরীর নিজেই শরীরের নিজস্ব টিস্যু ধ্বংস করে, ফলত যন্ত্রণা হয় এবং সারা শরীরে বিভিন্ন সন্ধিস্থল ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় দুটি হাঁটুর সন্ধিস্থল যুক্ত থাকে। অধিকাংশ ক্ষেত্রে আঙুলের সন্ধিস্থল (ইন্টারফ্যালানজিল) প্রথমে আক্রান্ত হয় এবং যত রোগের প্রকোপ বাড়ে, হাঁটুর সন্ধিস্থল, গোড়ালি এবং মণিবন্ধও আক্রান্ত হয়।
#বাত :-শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে সন্ধিস্থলে যন্ত্রণাদায়ক পরিস্থিতি তৈরি হয় যাকে বাত বলে।
অনেক সময় কোমরে বা পায়ের গোড়ালির নিচে ব্যথা হলেও সেই ব্যথা হাঁটুতে অনুভূত হতে পারে।
তাই ব্যথার ওষুধ খেয়েও কমতে চায় না এই অসহ্য যন্ত্রনা৷ ব্যথা কম করতে কমপক্ষে (বিপিটি ডিগ্রীধারী ফিজিওথেরাপি চিকিৎসকের) পরামর্শ গ্রহন করবেন।
নমস্কার
পেইন রিলিফ এন্ড এ্যাডভানস ফিজিওথেরাপি সেন্টার সকলস্বাস্থ্যবিধি মেনে বাত-ব্যথা, স্ট্রোক/প্যারালাইসিসের চিকিৎসা সেবা দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত। আমাদের চিকিৎসা সেবা কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
যোগাযোগঃ হাবরা ১নং রেল গেট, ভারত পেট্রোলিয়ামের অপর পাশে,
মোবাইলঃ 7477322689