মানুষ এর সাথে মানুষ এর পাশে 



শুভ জন্মদিন ইভান 



একটু ভিন্ন ভাবনা একটু ভিন্ন কাজ।
ইভান এর শুভ জন্মদিন এ
বেলঘরিয়া নিবাসি তার বাবা মা এগিয়ে এসেছিল আরো কিছু মানুষ এর মুখে হাসি ফোটাবার জন্য,আরো কিছু বাচ্চার সাথে জনমদিনের আনন্দ ভাগ করে নিতে।

তাই আমাদের অর্গানাইজেশন এর মাধমে আজ তারা ওই মানুষ দের পাশে দারিএছে। জন্মদিনের আনন্দ ভাগ করে নিএছে তাঁদের সঙ্গে।
আমাদের অর্গানাইজেশন এর পক্ষ থেকে ইভান কে জানাই আন্তরিক ভালোবাসা আর চতুর্থ তম জনমদিনের শুভেচ্ছা ।
ওর সুন্দর এবং স্বাস্থ্যময় জীবন এর কামনা করি আমরা 


।




আমদের মাঝে আরো একজন মেডিক্যাল এর ফিজিওথেরাপি বিভাগ এর ছাত্র এগিয়ে এসেছিল আমাদের টিম এর সাথে কাজ করার জন্য আরিয়াদহ এর প্রীতম হালদার।তোমাকেও আমাদের থেকে অনেক ধন্যবাদ এত হেল্প করার জন্য।
ᴏɴ ʙᴇʜᴀʟꜰ ᴏꜰ ᴩʜyꜱɪᴏᴍᴀx ᴏʀɢᴀɴɪꜱᴀᴛɪᴏɴ ᴡᴇ ᴛʜᴀɴᴋ ᴇᴀᴄʜ ᴏꜰ yᴏᴜ ᴛᴏ ʙᴇ ᴡɪᴛʜ ᴜꜱ.
ᴛᴏɢᴇᴛʜᴇʀ ᴡᴇ ᴡɪʟʟ ᴡɪɴ ᴛʜɪꜱ ʙᴀᴛᴛʟᴇ
ᴛᴏ ᴋɴᴏᴡ ᴍᴏʀᴇ ᴀʙᴏᴜᴛ ᴜꜱ
ᴄᴀʟʟ ᴏʀ ᴡʜᴀᴛ’ꜱ ᴀᴩᴩ
7439905530
ᴏʀ ᴠɪꜱɪᴛ