আমফান বিধস্ত উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া গ্রাম পঞ্চায়েত এর অধীনস্ত একটি গ্রাম বামিহাটি এবং দর্জ্জিপাড়া। ঝড় উড়িয়ে নিয়ে গেছে কিছু মানুষ এর ঘর বাড়ি আর কিছু বাড়ির চাল। পরে আছে অজস্র গাছ পালা। জলে থৈ থৈ চারিদিক। তার সাথে বিদ্যুৎ বিভ্রাট। এমনি পরিস্থিতে তে আমরা পৌঁছে গেছিলাম সেই অঞ্চলের কিছু মানুষ এর কাছে। তুলে দিয়েছিলাম বাচাদের হাতে কিছু উপহার। তাদের হাসি মুখ আমাদের অনুপ্রাণিত করে বারবার। হয়তো এই কাজ খুবই ক্ষুদ্র তাও আমরা চেষ্টা করে যাচ্ছি অল্প হলেও কিছু মানুষ এর মুখে হাসি ফোটাতে।
এই কাজ যৌথ ভাবে করেছে বরানগর ফিজিওমেক্স অর্গানাইসেশন এবং পেন রিলিফ ফিজিওথেরাপি ক্লিনিক।
আমাদের অর্গানাইসেশন এর ম্যানেজার শাওন ভট্টাচার্য অগ্রিম ভূমিকা পালন করেছেন। তার সাথে কিছু মানুষ যারা এই কাজে সতপ্রণোদিত ভাবে এগিয়ে এসেছিলেন তারা হলেন সুব্রত ভট্টাচার্য এবং তরুণ ঘোষ যাদের সাহায্য ছাড়া এত বরো কাজ সম্পন্ন হতো না। আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ।
এই ভাবেই আমরা মানুষ এর পশে থাকবো যেকোনো বিপদে তার জন্য আমরা অঙ্গীকার বদ্ধ।
বরানগর ফিজিওমেক্স অর্গানাইসেশন
(আমরা আছি তোমাদের পাশে)