আজ মাতৃ দিবস।





হয়তো এটা খুবই ছোট প্রচেষ্টা কিন্তু ট্রেন বা আংশিক লক ডাউন এর জন্য তারা ভিক্ষা করেও নিজেদের খাবার জোগাড় করতে পারছে না।
আজ আমরা পৌছে গেছিলাম দক্ষিণেশ্বরে স্কাইওয়াল্ক এর নীচে এমনি কিছু মানুষ এর পাশে..
হয়তো এভাবেই কত মা এরা রাতের পর রাত অভুক্ত থেকে শুয়ে থাকে রাস্তার পাশে।
আমরা থাকছি এদের পাশে ।
যতদিন না এই পরিস্থিতি আবার ঠিক হয়।
ফিজিওম্যাক্স অর্গানাইজেশন এর কমিউনিটি ইউনিট মানুষ এর পাশে এভাবেই থাকবে তাঁদের ক্ষমতা অনুসারে।
হ্যা আমরা পারব এই যুদ্ধ জয় করতে।



মানুষ হয়ে মানুষ এর পাশে থাকার জন্য আমরা ব্রতী।

সবার আশীর্বাদ একান্ত কাম্য।