35. Event: World Environment Day -Tree Plantation

Event Proposal:
আগামী ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস।
অন্নান্য বছর এর মতো এই বছর ও আমরা এই দিবস টি পালন করতে অগ্রসর হয়েছি। কিন্তু lockdown চলা কালীন আমরা এই প্রোগ্রাম টি যে যার বাড়ি থেকে পালন করবার জন্য এগিয়ে এসেছি । গত বছর এর মতো এই বছর ও আমরা সমস্ত ছোট শিশু ও সমস্ত বয়স এর মানুষ এর কাছে অনুরোধ রাখবো আমাদের সাথে যুক্ত হবার জন্য।
👉👉এর জন্য কি করতে হবে :
আপনি একটি ছোট টব বা যেকোনো পাত্রে একটি বৃক্ষ রোপন করুন । আর সেটির ভিডিও আমাদের পাঠান। ভিডিও এর সময়সীমা ১৫ সেকেন্ড থেকে 20 সেকেন্ড
👉যদি আপনি ভালো ছবি আঁকতে পারেন তালে আপনার আঁকা ছবিও জমা দিতে পারেন।
👉আপনি যদি কবিতা বলতে পারেন তাহলে সেটিও দিতে পারেন।
👉👉অংশগ্রহণ কারীর নাম অবশই বৃহস্পতিবার অর্থাৎ ৩ তারিখ এর আগে দিতে হবে আর আপনার একটা ছবি পাঠাবেন।
বৃক্ষ রোপন এবং পরিবেশ রক্ষা করতে আমাদের পশে আসে দাঁড়ান 🙏🙏🌲🌲🌱🌳🌴🌿🌹🌺🌄
বিশদ জানতে কল বা মেসেজ করতে পারেন
৭৪৩৯৯০৫৫৩০
আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই আর এগিয়ে আসি মানুষ কে সচেতন করতে
Event execution:
বিশ্ব পরিবেশ দিবস এ আমাদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ।
সাথে ছিল পশ্চিমবঙ্গের ৮ জেলার বিভিন্ন বয়স এর মানুষ।
🙏🙏সবাইকে ভিডিও টি দেখার দেখার অনুরোধ রইল।
Our Observation
We request you all to once watch and comment for our Participants .
Participants from 8 Districts of West Bengal actively involved in this .
We thank each one of you.
Community Initiation of
Physiomax Organisation
https://fb.watch/60bov19r4-/
(Click to view)