ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। 


চলছে আমাদের কর্মসূচি।
রাতের বেলায় এদের মুখে খাবার তুলে দেওয়ার কিছু প্রচেষ্টা।
লক ডাউন এর কারণে হয়তো ভবতারিনি মা এর গেট হয়তো বন্ধ কিন্তু মা এর কৃপায় 
এদের হয়তো বাকি লক ডাউন এর দিন গুলোর রাতে না খেতে পেয়ে শুতে হবে না 





উপহার প্রজেক্ট এর দ্বারা ফিজিওম্যাক্স অর্গানাইজেশন এর কমিউনিটি ইউনিট এর এই কারযক্রম।