Project3: উপহার

Our this project initiated during Corona pandemic situation where we noticed a greater number of childrens are devoted of getting protein foods as they are not able to get proper foods due to poor economic background.

We already did back to back 2 camps to reach near about 70 families and children so that they can get proper nutritious foods.Our this project will continue in near future and will reach to rural Bengal so that none of the children will not come under lack of protein foods.

Event 1: 29.4.2020 (Monday)

কিছু কাজ যেমন মানুষ কে উদ্বুদ্ধ করতে পারে তেমনি কিছু ছবি কাজ করার ভাবনা টাকে আরো ত্বরান্বিত করতে পারে। আমাদের এক প্রিয় ফিজিওথেরাপি বিভাগ এর ইন্টার্ন ছাত্রের (Sudip Hazra) একটি হাতে আঁকা ছবি আমাদের ভাবনা টাকেও তেমনি পরিবর্তন করে দিলো।
গত ৩২ দিন ধরে আমরা রাতের খাবার তুলে দিচ্ছিলাম কিছু মানুষ এর কাছে। কিন্তু আমরা একটা জিনিস থেকে সরে যাচ্ছিলাম সেটি হলো কিছু বাচ্চার পুষ্টির খেয়াল। আমরা সত্যিই ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের গভর্নমেন্ট এবং লোকাল organisation দের যারা অবিরত এই যুদ্ধের সাথে লড়ে যাচ্ছেন চাল,ডাল, আলু, তেল বা রান্না করা খিচুড়ি তুলে দিয়ে তাদের জন্য যারা এই মুহূর্তে সত্যি ই অসহায়। কিন্তু এতে একটি বাচ্চার পুষ্টি কিন্তু পরিপূর্ণ হয়না আর সেটি ভবিষ্যতে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন করতে পারে।
তাই আমরা আমাদের অর্গানিজশন এর পক্ষ থেকে এলাকার কিছু বাচ্চার হাতে তুলে দিলাম কিছুদিনের খাদ্য সামগ্রী যার মধ্যে ছিল মুসুর ডাল, ডিম্, সয়াবিন,হরলিক্স,ডালিয়া,বিস্কুট এবং সুজির প্যাকেট। আমরা জানি এই পরিমান খুবই সামান্য এবং বরো কোনো কর্ম কাণ্ডের কাছে যৎসামান্য তাও আমাদের পক্ষে যতটা সম্বব আমরা করলাম। ভবিষ্যতে আরো বাচাদের জন্য আমরা এই কর্মসূচি করবো।
আমাদের এই বিগত ৩২ দিনের ২১ জন মানুষ এর রাতের খাবার পৌঁছে দেওয়া এবং ৩২ জন বাচ্চ্চার বাচ্চ্চা এবং তাদের বাড়ির লোকের হাতে পুষ্টিকর খাবার তুলে দেবার কর্মসূচিতে যারা আমাদের পাশে থেকেছেন তাদের কে আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতা একান্ত কাম্য।
যদি কেও আমাদের এই কাজে একান্ত ভাবে সহজোগিতা করতে ইচ্ছুক আমাদের নিম্নলিখিত নম্বর ই কন্টাক্ট করার অনুরোধ রইলো যাতে আমরা আরো কিছু বাচ্চার হাতে এই খাবার পৌঁছে দিতে পারি। আপনার একটি ছোট্ট সহযোগিতা হয়তো আরো কিছু বাচ্চাকে বাঁচাতে পারবে ম্যালনিউট্রিশন এর হাত থেকে।

Event 2: 4.5.2020 (Monday)

কথিত আছে বাচ্ছারা ভগবানের রূপ আর তারাই যদি অভুক্ত থাকে তাহলে আমরা কিসের মানব জন্ম ধারণ করেছি.
আমাদের প্রত্যেকের একটি সামাজিক কর্তব্য আছে আর সেই তারনায় আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি বাচ্চাদের হাতে নিউট্রিয়াস খাবার তুলে দিতে. আজও বরানগর ফিজিওম্যাক্স অর্গানাইজেশন পক্ষ থেকে আমরা এমনি 70 জন বাচ্ছা ও তাদের বাড়ির লোকের হাতে তুলে দিলাম উপহার (হরলিক্স, সুজি , ডালিয়া ,মুসুর ডাল , বিস্কুট, ডিম্ এবং সয়াবিন এর প্যাকেট).বিগত ৩৯ দিন ধরে রাতের রান্না করা খাবার পথের ধারে মানুষ এর জন্য তুলে দেওয়ার সাথে সাথে এলাকার ৭০ টি পরিবারের বাচ্ছার হাতে আমরা এই জিনিস তুলে দিয়েছি. হয়তো আমরা আরো কয়েকদিন এই কর্মসূচি চালিয়ে যাবো.

Event 3: 31st May,2020

আমফান বিধস্ত উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া গ্রাম পঞ্চায়েত এর অধীনস্ত একটি গ্রাম বামিহাটি এবং দর্জ্জিপাড়া। ঝড় উড়িয়ে নিয়ে গেছে কিছু মানুষ এর ঘর বাড়ি আর কিছু বাড়ির চাল। পরে আছে অজস্র গাছ পালা। জলে থৈ থৈ চারিদিক। তার সাথে বিদ্যুৎ বিভ্রাট। এমনি পরিস্থিতে তে আমরা পৌঁছে গেছিলাম সেই অঞ্চলের কিছু মানুষ এর কাছে। তুলে দিয়েছিলাম বাচাদের হাতে কিছু উপহার। তাদের হাসি মুখ আমাদের অনুপ্রাণিত করে বারবার। হয়তো এই কাজ খুবই ক্ষুদ্র তাও আমরা চেষ্টা করে যাচ্ছি অল্প হলেও কিছু মানুষ এর মুখে হাসি ফোটাতে।
এই কাজ যৌথ ভাবে করেছে বরানগর ফিজিওমেক্স অর্গানাইসেশন এবং পেন রিলিফ ফিজিওথেরাপি ক্লিনিক।
আমাদের অর্গানাইসেশন এর ম্যানেজার শাওন ভট্টাচার্য অগ্রিম ভূমিকা পালন করেছেন। তার সাথে কিছু মানুষ যারা এই কাজে সতপ্রণোদিত ভাবে এগিয়ে এসেছিলেন তারা হলেন সুব্রত ভট্টাচার্য এবং তরুণ ঘোষ যাদের সাহায্য ছাড়া এত বরো কাজ সম্পন্ন হতো না। আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ।
এই ভাবেই আমরা মানুষ এর পশে থাকবো যেকোনো বিপদে তার জন্য আমরা অঙ্গীকার বদ্ধ।

Event 4:
Project #Upohar
#DurgaPujaUpohar
দূর্গা পুজোর উপহারের ঝুলি সাজিয়ে আমরা পৌঁছে গেছিলাম একটি অতি সুন্দর গ্রাম এ। এবছরের পুজোতে আমরা একটু অন্য ভাবে ভাবলাম।
ছোটো ছোটো বাচ্ছাদের হাতে পুজোর উপহার তুলে দিতে পেরেছে আমাদের কমিউনিটি টীম এর মেম্বার রা।
আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য যাতে ভবিষ্যতে আরো মানুষ এর মুখে আমরা এইরকম হাসি ফুটিয়ে তুলতে পারি।
Physiomax Community team reached a far village from the concrete jungle with Educational materials.
More than 100 childrens were gifted with Book, pen, pencil,Shrapner ,Eraser ,Water Bottle and Pencil Box.
During the lockdown phase the most effected were these small kids.
Our this small initiation brought a lovely smiles over their faces.
A perfect way of Durga puja celebrations with the happy smiles.
We hope we can reach in maximum number in near future.
Thanks all
Team Physiomax

Event 5:

আজ মাতৃ দিবস।🙏
🙏🙏 মা ভবতারিণী এর প্রণাম নিয়ে আমরা মা এর হাতের রান্না তুলে দিতে পারলাম কিছু অভুক্ত মা দের হাতে।🙏🙏
হয়তো এটা খুবই ছোট প্রচেষ্টা কিন্তু ট্রেন বা আংশিক লক ডাউন এর জন্য তারা ভিক্ষা করেও নিজেদের খাবার জোগাড় করতে পারছে না।
আজ আমরা পৌছে গেছিলাম দক্ষিণেশ্বরে স্কাইওয়াল্ক এর নীচে এমনি কিছু মানুষ এর পাশে..
হয়তো এভাবেই কত মা এরা রাতের পর রাত অভুক্ত থেকে শুয়ে থাকে রাস্তার পাশে।
আমরা থাকছি এদের পাশে ।
যতদিন না এই পরিস্থিতি আবার ঠিক হয়।
ফিজিওম্যাক্স অর্গানাইজেশন এর কমিউনিটি ইউনিট মানুষ এর পাশে এভাবেই থাকবে তাঁদের ক্ষমতা অনুসারে।
হ্যা আমরা পারব এই যুদ্ধ জয় করতে।🙏🙏
মানুষ হয়ে মানুষ এর পাশে থাকার জন্য আমরা ব্রতী।💪
সবার আশীর্বাদ একান্ত কাম্য।
Event 6:
মানুষ এর সাথে মানুষ এর পাশে 🙏🙏
শুভ জন্মদিন ইভান 🎂🎂
একটু ভিন্ন ভাবনা একটু ভিন্ন কাজ।
ইভান এর শুভ জন্মদিন এ 🎂 বেলঘরিয়া নিবাসি তার বাবা মা এগিয়ে এসেছিল আরো কিছু মানুষ এর মুখে হাসি ফোটাবার জন্য,আরো কিছু বাচ্চার সাথে জনমদিনের আনন্দ ভাগ করে নিতে।
তাই আমাদের অর্গানাইজেশন এর মাধমে আজ তারা ওই মানুষ দের পাশে দারিএছে। জন্মদিনের আনন্দ ভাগ করে নিএছে তাঁদের সঙ্গে।
আমাদের অর্গানাইজেশন এর পক্ষ থেকে ইভান কে জানাই আন্তরিক ভালোবাসা আর চতুর্থ তম জনমদিনের শুভেচ্ছা ।
ওর সুন্দর এবং স্বাস্থ্যময় জীবন এর কামনা করি আমরা 🙏🙏🙏🙏
আমদের মাঝে আরো একজন মেডিক্যাল এর ফিজিওথেরাপি বিভাগ এর ছাত্র এগিয়ে এসেছিল আমাদের টিম এর সাথে কাজ করার জন্য আরিয়াদহ এর প্রীতম হালদার।তোমাকেও আমাদের থেকে অনেক ধন্যবাদ এত হেল্প করার জন্য।
ᴏɴ ʙᴇʜᴀʟꜰ ᴏꜰ ᴩʜyꜱɪᴏᴍᴀx ᴏʀɢᴀɴɪꜱᴀᴛɪᴏɴ ᴡᴇ ᴛʜᴀɴᴋ ᴇᴀᴄʜ ᴏꜰ yᴏᴜ ᴛᴏ ʙᴇ ᴡɪᴛʜ ᴜꜱ.
ᴛᴏɢᴇᴛʜᴇʀ ᴡᴇ ᴡɪʟʟ ᴡɪɴ ᴛʜɪꜱ ʙᴀᴛᴛʟᴇ
ᴛᴏ ᴋɴᴏᴡ ᴍᴏʀᴇ ᴀʙᴏᴜᴛ ᴜꜱ
ᴄᴀʟʟ ᴏʀ ᴡʜᴀᴛ’ꜱ ᴀᴩᴩ
7439905530
ᴏʀ ᴠɪꜱɪᴛ
Event 7: (22.5.2021)
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, 🌙 পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। 🌕
চলছে আমাদের কর্মসূচি।
রাতের বেলায় এদের মুখে খাবার তুলে দেওয়ার কিছু প্রচেষ্টা।
লক ডাউন এর কারণে হয়তো ভবতারিনি মা এর গেট হয়তো বন্ধ কিন্তু মা এর কৃপায় 🙏🙏 এদের হয়তো বাকি লক ডাউন এর দিন গুলোর রাতে না খেতে পেয়ে শুতে হবে না 🙏🙏
উপহার প্রজেক্ট এর দ্বারা ফিজিওম্যাক্স অর্গানাইজেশন এর কমিউনিটি ইউনিট এর এই কারযক্রম।